দেশজুড়ে

চিকিৎসা শেষে ফিরলেন আল্লামা শাহ আহম্মদ শফী

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৪:৩১:২০ প্রিন্ট সংস্করণ

টহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: গত ১৪ এপ্রিল উন্নত চিকিৎসা এবং শারীরিক অবস্থা চেক অ্যাপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহম্মদ শফীকে।

তারপর সেখানে অধ্যাপক ডা. মতিউর ইসলামের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হেলিকপ্টার যোগে আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে আনা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন হুজুরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম। উল্লেখ্য গত ১১ এপ্রিল (শনিবার) ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফী মাথা ব্যাথা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা নিয়ে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসা ও শারীরিক চেক অ্যাপের জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by