রংপুর

চিরিরবন্দরে ব্রিজে ফাটল, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

  প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ৭:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) :

 

দিনাজপুরের চিরিরবন্দরের ভেলামতি নদীতে একই স্থানে দু’টি ব্রিজ নির্মাণ করেও শেষ রক্ষা হয়নি গ্রামবাসীর। অবশেষে দুই ব্রিজেই ফাটল ও মাঝখানের সংযোগস্থলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপারে স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এতে প্রায় দশ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার, এলাকার উৎপাদিত কাঁচামাল পরিবহন, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগন ভোগান্তিতে চলাচল করছে। তবে স্থানীয় লোকজন ওই ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো দিয়ে অতি কষ্টে ঝুঁকিপূর্ণভাবে যাতায়েত করছে।

স্থানীয়রা জানান, গত চার বছর পূর্বে উপজেলার গমিরাহাট সংলগ্ন ভেলামতি নদীর উপর একই স্থানে দু’ধারে ত্রাণ অধিদপ্তরের আওতায় ব্রিজ দু’টি নির্মাণ করা হয়েছিলো।

এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করায় মাত্র ৪ বছরের মাথায় ভেঙে গেছে ব্রিজটি। বর্তমানে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন, এ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহনে বিকল্প পথ ব্যবহারে বেশি টাকা গুনতে হচ্ছে ও পাশাপাশি সময় লাগছে দ্বিগুন।

গমিরাহাট গুচ্ছগ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ও হামিদুল হক জানান, জন্মের পর হতে এই প্রথম নদীর একই স্থানে মাঝখানে ফাঁকা রেখে দু’ধারে ব্রিজ নির্মাণ দেখলাম। কি পরিকল্পনায় এমন ব্রিজ নির্মাণ করা হয়েছে তা বিস্ময়ের বিষয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রিজ দু’টির ব্যাপক ক্ষতি হয়েছিল। যার ফলে প্রতি বছর বর্ষাকালে ক্রমান্বয়ে ক্ষতি হচ্ছেই। যা দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content

Powered by