আইন-আদালত

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৫:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

দেশের ২৩তম নব-নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার বেলা ১২টার দিকে তিনি বিভিন্ন বিভাগের বিাচরপতিদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। বিভিন্ন বিভাগের বিচারপতিরা ছাড়াও এসময় হাইকোর্ট, সুপ্রীমকোর্ট ও আপিল বিভাগের রেজিস্টার জেনারেলগণ তার সাথে উপস্থিত ছিলেন।

 

 

এছাড়া ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হাসান সরদার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

 

Powered by