শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার প্রতীকী ক্লাস

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৩:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আবার জাহাঙ্গীরনগরে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী এ ক্লাস নেন।

বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়।

এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন।

ক্লাস শেষে মানস চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতা বোঝা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটা হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরেই তারা আজকে একত্র হয়েছেন। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সঙ্গে যোগ দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by