ঢাকা

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত

বিচার না পেলে শিক্ষকদের পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালিদ হোসেন লাঞ্ছিত করার ঘটনার বিচারের দাবীতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর জমা দেন শিক্ষকবৃন্দ। উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের জন্য বাই-সাইকেল রাখার গ্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ঐ সময় কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন এসে ঐ শিক্ষকের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজে বাঁধা দেয় এবং লাঞ্ছিত করে এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী।

আরও খবর

Sponsered content

Powered by