ময়মনসিংহ

ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৮:২৯ প্রিন্ট সংস্করণ

ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরোও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মধ্যনগর অংশের ফলদির হাওর থেকে দুপুর ১২ টার দিকে ইনাতনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রতন মিয়া(৩৫) ও বেলা আড়াইটার দিকে আব্দুল ওহাবের মেয়ে মনিরা আক্তার (৫)এর লাশ ভেসে উঠলে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকটি পরিবার কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা ও নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে ১০ হাজার টাকা করে ১২ টি পরিবারকে ৩০ হাজর টাকা করে নগদ অর্থ সহয়তা তুলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত নিহত ১২ জনের মধ্যে ৯ জনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার ইনাতনগর গ্রামে, ২ জনের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এবং ১ জনের বাড়ি নেত্রকোণা সদরের মেদনী ইউনিয়নের মেদনী গ্রামে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এইদিকে ট্রলার ডুবির ঘটনা তদন্তে নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by