দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ উপলক্ষে লটারি

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ মওসুমে গম সংগ্রহ উপলক্ষে লটারি অনুষ্ঠিত হয়। সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সহকারী কমিশনার বহিৃ শিখা আশা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইস উদ্দীন, কৃষি কর্মকর্তা কৃঞ্চ রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। 
এবার ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে গমের আবাদ হযেছে এবং উৎপাদন হয়েছে ৩৯ হাজার৮শ মেট্রিক টন। সদর উপজেলায়  গম কেনার বরাদ্দ পাওয়া গেছে ২৭ হাজার ৫৭ মেট্রিক টন।
ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৬১ মেট্রিক টন।প্রতিকেজি গমের মূল্য ২৮ টাকা ।সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ এপ্রিল থেকে ৩০জুন পর্যন্ত।

আরও খবর

Sponsered content

Powered by