বাংলাদেশ

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২০১

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৬:২১:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হার দ্রুত বাড়ছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৫ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬৬৭ জন ঢাকায় এবং ১৩৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮৯১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৯৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ২২০ জন ঢাকার ও বাকি ৭৪৮ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by