বাংলাদেশ

দাম কমলো, ১২ কেজির সিলিন্ডার এখন ১২০০

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৭:১১:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ৩৫ টাকা কমেছে। ১২ কেজির সিলিন্ডারের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা লাগবে। আগে এই দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

আজ রোববার এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

তবে দাম সমন্বয় করা হলেও বাজারে কার্যকর হয় না। এ বিষয়ে আবদুল জলিল বলেন, ভোক্তারা সরাসরি কমিশনে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by