চট্টগ্রাম

৩ দিনের রিমান্ডে রুহেলের পিএস হাবিব খান

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

৩ দিনের রিমান্ডে রুহেলের পিএস হাবিব খান

মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেলের পিএস হাবিব খানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১৫ এ আদেশ দেন। 

জানাগেছে, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অপরাধে গত ৩ আগস্ট বনানী থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলার সূত্রে রবিবার ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের লতিফিয়া গেট স্বপ্না মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার অন্য আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন মাস্টার, মো. মাহফুজুল হক জুনু এবং মো. আনিসুর রহমান প্রকাশ রিফাত।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ফরেনসিক বিভাগের উপ পরিদর্শক মোঃ জুয়েল রেজা জানান, আসামি হাবিব খানকে মামলার বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাইলে মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। 

আরও খবর

Sponsered content

Powered by