রাজশাহী

দুপচাঁচিয়ায় আমন সংগ্রহের জন্য কৃষক নির্বাচনে লটারি

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৬:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুমে ধান সংগ্রহ উপলক্ষে কৃষক নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি ও খাদ্য বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. হাসনাতের সভাপতিত্বে অনলাইনের মাধ্যমে এ লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক প্রমুখ। এ মৌসুমে সরাসরি কৃষকের নিকট থেকে আমন ধান সংগ্রহের জন্য অনলাইনে আবেদনকৃত ৪শ ২৯ জন কৃষকের মধ্য থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রথম পর্যায়ে ২ শ ৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রতি কৃষকের নিকট থেকে ২৭টাকা কেজি দরে ৩ মে.টন ধান সংগ্রহ করা হবে। এ সংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২পর্যন্ত চলবে।

আরও খবর

Sponsered content

Powered by