আইন-আদালত

ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে রুল

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ধর্ষণের শিকার নারীদের কেন পুনর্বাসন ও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য একটি বিধিমালা প্রণয়ন করার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়ছে।

আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট শায়লা জাহান।

আরও খবর

Sponsered content

Powered by