ঢাকা

ধামরাইয়ে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ২:১২:০২ প্রিন্ট সংস্করণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে পিকেএসএফ-এর সহায়তায় ‘কৈশোর কর্মসূচি’র আওতায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ‘বয়:সন্ধিকাল, স্বাস্থ্যসেবা, রক্তের শর্করা, রক্তের চাপ, শারীরিক ওজন ও তাপমাত্রা নির্ণয় ইত্যাদি পারঙ্গমতা অজর্ন বিষয়ক প্রশিক্ষণ’’ কর্মশালার আয়োজন করে।

শনিবার (৩০ জানুয়ারি) সংস্থার সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস, সংস্থার সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর হাজারী, কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. জাহিদুল হক।
উপজেলার বিভিন্ন এলাকায় সংস্থার গড়ে তোলা বিভিন্ন এলাকার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে।

 

আরও খবর

Sponsered content

Powered by