দেশজুড়ে

ধুনটে বেদে সম্প্রদায়ের পাশে দারিদ্র বিমোচন যুব সংস্থা

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৬:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দারিদ্র বিমোচন যুব সংস্থার উদ্যোগে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া যাযাবর বেদে সম্প্রদায় ও স্থানীয় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে বাঙালী নদীর পাড়ে অবস্থান নেওয়া ২০টি বেদে পরিবার এবং স্থানীয় কর্মহীন ১০০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ, দারিদ্র বিমোচন যুব সংস্থার সভাপতি শাহীন আলম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সুমন রহমান রাসেল, সহসভাপতি রাজু ইসলাম রিপন, হাসানুর রহমান নিলু, কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম, শফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by