রংপুর

আটোয়ারীতে মহিলাদের পাপোশ তৈরি প্রশিক্ষণ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৪:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

 

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে পাপোশ তৈরির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায়, উপজেলা পরিষদের আয়োজনে এবং মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলার কলেজ মোড় ধাইধাই পাড়া পাকা সড়ক সংলগ্ন এলাকায় পাপোশ তৈরির প্রশিক্ষণ চলছে। প্রকল্পের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম জানান, সম্প্রতি পাপোশ প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সুদক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুজিববর্ষে উপজেলা পরিষদ পাপোশ তৈরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেছেন। এলাকায় যেন কেউ বেকার না থাকে। পাপোশ তৈরি করে বেকার মহিলারা কমপক্ষে নিজের পরিবারটাকে যেন সাবলম্বী করতে পারে এজন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Powered by