রাজশাহী

ধুনটে ভর্তুকির কম্বাইন হার্ভেষ্টার পেলেন কৃষক

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ৮:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ভর্তুকি মূল্যে এক কৃষকের হাতে কম্বাইন হার্ভেষ্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) তুলে দেয়া হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষককে এ যন্ত্র দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ধুনট উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন ও কৃষক আব্দুল আজিজ ভূূঞা।

আরও খবর

Sponsered content

Powered by