রাজশাহী

ধুনটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২১ , ৯:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপজেলার ২ লাখ ৯ হাজার ৮৩২জন জন ভোটার এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র ক্রমান্বয়ে পাবেন। ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছিলেন তারাই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।

বৃহস্পতিবার ধুনট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ১২ জন ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসের (আইডিএ ২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

এর আগে তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল হক, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-সেবা), বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by