রাজশাহী

ধুনট কল্যাণ সমিতির মাস্ক বিতরণের উদ্বোধন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে বগুড়ার ধুনট উপজেলায় ১০টি ইউনিয়নে বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ ও সচেতেনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে টেলিকনফারেন্সের মাধ্যমে মাস্ক বিতরণ ও সচেতেনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ধুনট কল্যান সমিতির সভাপতি প্রফেসর সামস উল আলম জয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, ধুনট কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহিন কাদির, কার্যনির্বাহি সদস্য বাবুল হোসেন, সদস্য এপেক্সিয়ান আলী হাসান সুফল ও এ্যাড. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

Powered by