রাজশাহী

নন্দীগ্রামে পুলিশি প্রহরায় বঙ্গবন্ধুর ম্যুরাল

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:১২:৫০ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে পুলিশি প্রহরায় বঙ্গবন্ধুর ম্যুরাল। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। যেখানে যেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে সবখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে। সোববার সকালে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে পুলিশের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জানা গেছে, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধিন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর নন্দীগ্রাম পৌর শহরের নির্মিত উপজেলা পরিষদে, মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এ বিষয়ে নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রশিদ সরকার জানান, নন্দীগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালগুলো নিরাপত্তা নিশ্চিতে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা ম্যুরালের কাছে পুলিশ অবস্থান করবে।

আরও খবর

Sponsered content

Powered by