রংপুর

নবাবগঞ্জে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ৬:০০:০৭ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুরের নবাবগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের মানহানির অভিযোগ ওঠেছে। মিথ্যা তথ্য পরিবেশন করে মানহানি করায় সংবাদ সম্মেলন করেছেন ঐ মাদ্রাসা শিক্ষক। সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার শিক্ষক মো. মোক্তার হোসেন ফাইন। মোক্তার হোসেন উপজেলার হিলির ডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার কুশদহ কবিরাজ পাড়ার মো. জিসান গত ১৩ জানুয়ারি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। ঐ সম্মেলনে তিনি আমাকে দাদন ব্যবসায়ী আখ্যায়িত করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমি তাকে কাঠ ব্যবসার জন্য টাকা ধার দেই কিন্তু তিনি পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আমাকেই দাদন ব্যবসায়ী বলে অপপ্রচার চালায় এতে আমার সুনাম ক্ষুন্ন হয়। আমি নিরুপায় হয়ে সত্য তথ্য তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন করলাম। এ সময় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসিম উদ্দিন, সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, জুলহাজুল কবির, রেজাউল করিম স্বাধীন, আতিকুল ইসলাম চৌধুরী, আজিনুর রহমান রাজু ও রোকন রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by