রাজশাহী

নিয়ামতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  প্রতিনিধি ১১ জুলাই ২০২১ , ৭:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের হল রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম।

এ সময় আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার এমসিএইচএফটি ডা. আব্দুল বাতেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী মৌসুমী খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা রশিদা বানু, শ্রেষ্ঠ পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিককেল অফিসার মাসুদা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র , শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সকলের হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by