দেশজুড়ে

নোয়াখালীতে সিভিল সার্জনের কার্য্যালয় লকডাউন, নতুন সনাক্ত ৪১

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৪:২৫:২৯ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয় লকডাউন, নতুন করে ৪১ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। যার মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ৬ কর্মচারী থাকায় নোয়াখালী সিভিল সার্জন অফিস লকডাউন করা হয়েছে।

তবে অফিসের সকল দাপ্তরিক কার্যক্রম বাসা থেকে চলবে বলে শুক্রবার ২২শে-মে সকাল ১০টায় দিকে বিষয়টি মুঠো ফোনে জানান, জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। 

তিনি বলেন, গত ২০ ও ২১ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ কওে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগ ছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে। 

আরও খবর

Sponsered content

Powered by