চট্টগ্রাম

নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবিতে এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৮:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো এক জেলে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নিঝুম দ্বীপ থেকে ১০কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডিকলার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে ৮টার দিকে নিহত জেলে বেচন (২৩) এর মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে করা হয়। সে জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। অন্যদিকে নিখোঁজ রয়েছে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবের’র ছেলে মো. সোহাগ (১৩)। এ বিষয়ে হাতিয়া থানার অফিসরার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিল। এদের মধ্যে এক জন এখনো নিখোঁজ রয়েছে, এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by