দেশজুড়ে

পটুয়াখালীতে কৃষি সামগ্রী ও অনুদান পেতে অসহায় কৃষকদের মানববন্ধন

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৬:২৯:৪১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : মাথার ঘাম পায়ে ফেলে, রোধ বৃষ্টি উপেক্ষা করে ফলস ফলায় গ্রাম বাংলার কৃষকেরা তাদের এই কষ্টে উৎপাদিত ফসল খেয়ে সব শ্রেনীর মানুষ বেচেঁ থাকে সরকারের পক্ষ থেকে কৃষি খাতে ভর্তুকি কৃষকদের সুবিধার জন্য কৃষি উপকরন বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেক অসহায় কৃষকেরা তেমনি পটুয়াখালী সদর উপজেলাধীন পশ্চিম শারিকখালী গ্রামের অসহায় কৃষকেরা বঞ্চিত হচ্ছে সরকারের সকল সুযোগ সুবিধা থেকে অতি কষ্টে কৃষি কাজ চালিয়ে যাচ্ছেন তারা অনেকই কৃষি কাজ চালাতে গিয়ে ধার দেনায় জর্জড়িত হয়ে পড়েছেন

ফলে ২৯ মে সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলাধীন পশ্চিম শারিকখালী গ্রামের সুবিধা বঞ্চিত কৃষকেরা কৃষিকাজে সরকারি কৃষি উপকরন অনুদান পাওয়ার দাবীতে বশাক বাজার ঢাকাকুয়াকাটা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে এই মানববন্ধন কর্মসূচিতে কৃষকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন পশ্চিম শারিকখালী গ্রামের কৃষক দলনেতা সোবাহান বয়াতি, কৃষক সেলিম প্যাদা, মোশারফ হাওলাদার কবির হাওলাদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন কৃষক ইলিয়াস খা, শাহআলম মৃধা, শাহজাহান মৃধা, জাহাঙ্গীর হাওলাদার, কালাম মৃধা কালাম গাজী সহ অর্ধশতাধিক কৃষক এলাকার কৃষিবান্ধব ব্যক্তিবর্গ

কৃষকেরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সার, বীজ কিটনাশক সহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলেও কিছুই দিচ্ছে না

আরও খবর

Sponsered content

Powered by