বরিশাল

পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৮:২৭:৪১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে পটুয়াখালীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালী সার্কিট হাউজ পুকুরে রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন জাতের ১২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনারবৃন্দ, জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by