Uncategorized

পটুয়াখালীতে বিশ^ শিশু দিবস পালিত

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৭:১৩:৫৫ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে বিশ^ শিশু দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি : ‘শিশুদের সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ এ শ্লোগানটি সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জি এম আব্দুল সালাম। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শাহ জালাল, এনজিও প্রতিনিধি এসডিএ এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ওয়াশিকা সিদ্দিকা বুশারা, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র হাসনাইন আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি সরকারের পাশাপাশি অভিভাবকদেরকেও বাল্যবিবাহ, ইভটিজিং, শিশু শ্রম, শিশুর পুষ্টি, মানসিক স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।

আরও খবর

Sponsered content

Powered by