রাজশাহী

পাঁচবিবিতে চলছে করোনা ভ্যাকসিন নিবন্ধন

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমরোধে জয়পুরহাটের পাঁচবিবিতে ৬১৯০ পিস করোনার ভ্যাকসিনের টিকা এসেছে। নিবন্ধনের মাধ্যমে আজ থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত বুথ থেকে করোনার ভ্যাকসিনের টিকা প্রদান করা হবে। ১৮ থেকে ৫৫ বছর বয়সের যে কোন ব্যক্তিই এ ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।

১৮ বছরের নিচে যাদের বয়স, গর্ভবতী ও দুগ্ধদানকারি মা বা কোন ব্যাক্তির ইচ্ছার বিরুদ্ধে করোনার টিকা প্রদান করা হবে না। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহন করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেন বলেন, উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৩ হাজার লোকের জন্য ৬১৯০ ডোজের করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, জনস্বার্থে প্রচারের জন্য উপজেলার সর্বত্র ব্যাপক প্রচারের লক্ষে মাইকিং করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by