রাজশাহী

পাঁচবিবিতে সড়কে ভোগান্তি

  প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৫:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-হিলি পাকা রাস্তা প্রশস্থকরণ কাজের উদ্বোধন হয় গত বছরের নভেম্বর মাসে। ২৯ কি.মি. দীর্ঘ ১৮ মি. প্রস্থ রাস্তাটি ২৪ মিটার সম্প্রসারণের মধ্যে ছিল পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র ৪শ মিটার আরসিসি ঢালাই (রিজিড প্রিভমেন্ট)। চলতি বছরের নভেম্বরের মধ্যে কাজ সমাপ্ত করার লক্ষে একশ বিশ কোটি টাকার সরকারি বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম বিল্ডার্স কাজটি শুরু করেন। যথা সময়ে সম্পাদনের লক্ষে কাজ শুরু করলেও মাঝপথে থমকে দাঁড়ায় ঢালাই অংশের জন্য। সরেজমিনে দেখা যায়, ঢালায়ের ৪শ মিটার পাঁচবিবি সিনিয়র সার্কেল অফিস থেকে লাঙ্গল হাটি (ইন্টি তলা) পর্যন্ত রাস্তার ঢালাই হয়েছে। গোহাটির কিছু অংশ ঢালাইয়ের কাজ আগেই হয়েছিল। এখন মুক্তিযোদ্ধা মার্কেট থেকে লাঙ্গলহাটি পর্যন্ত ২১৬ মিটার ঢালাইয়ের কাজ বন্ধ আছে। বন্ধের কারণ হিসাবে কর্তৃপক্ষ বলছে এটুকুর বরাদ্দ নেই বরাদ্দ এলেই সমাপ্ত করা হবে। বর্ষা মৌসুমে এমনিতেই রাস্তা খানাখন্দে ভরপুর তার উপর ঠিকাদারের লোকজন শহরের প্রাণকেন্দ্রের ২১৬ মিটার ঢালাইয়ের অপেক্ষায়। এছাড়া তারা রাস্তার আগের পিচ অপসারণ করায় চলাচলে অযোগ্য হয়ে পরেছে জনসাধারনের জন্য। এঅবস্থায় রাস্তার যানবাহন ও পথচারিরা চলাচলে পরেছে মহাবিপাকে। অপরদিকে, রাস্তায় জমে থাকা ময়লাযুক্ত পানি ও কাদা বাস-ট্রাকের চাকায় ছিটকে গিয়ে পরছে রাস্তার পাশের দোকানে রাখা বিক্রয়ের মালামালে। পথচারি আদিবাসী নেতা নিপেন্দ্রনাথ মাহতো বলেন, যারা ভাঙ্গা ঠিক করে তারাই আজ রাস্তার পিচ তুলে ফেলে রেখেছে। রাস্তায় চলাচল করা একাধিক বাস-ট্রাকের ড্রাইভার বলেন, আমরা এইটুকু রাস্তা দ্রুত ঠিক করে দেওয়ার অনুরোধ করছি। ২৯ কি.মি. জয়পুরহাট-হিলির রাস্তাটি সম্প্রসারণে ঢালাই কত মিটার প্রয়োজন বরাদ্দের পর্বে কি নির্ধারণ করা হয়নি? এমন প্রশ্নে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, এক বছর আগে (ইস্টিমেট) মাপযোগ করা হয়েছিল কিন্ত কাজের সময় দেখা যায় একটু বাড়ালে আরো ভাল হবে। এজন্য অতিরিক্ত ২১৬ মি. ঢালাইয়ের জন্য বরাদ্দ চেয়ে উপরে পত্র দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by