দেশজুড়ে

পাঁচ লাখে বিক্রি ২৫ কেজির সেই জাভা ভোল

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪৯:৪৪ প্রিন্ট সংস্করণ

পাঁচ লাখে বিক্রি ২৫ কেজির সেই জাভা ভোল

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ধরা পড়া ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মোংলা বন্দরের ব্যবসায়ী বেলায়েত সরদার মাছটি কিনে নেন।

এর আগে রোববার মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকায় শুকুর আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম।

শুকুর আলী বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাছের দাম বলে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরও অনেক বেশি হওয়ায় আমি তখন বিক্রি করিনি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে মোংলা থেকে মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার আমার সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে নেন।

বেলায়েত সরদার বলেন, লোক মাধ্যমে জানতে পারি এক জেলে বড় একটি মাছ পেয়েছেন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটির দাম অর্ধেক বলেছেন। পরে আমি জেলের সঙ্গে কথা বলে মাছটি কিনি।

তিনি বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। ঔষধিগুণের কারণে এ মাছের এতো দাম। বিদেশি ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by