Uncategorized

পাংশায় বেতন-ভাতা ও টিএ, ডিএ, বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে ফারিয়া

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৭:০৫:৪১ প্রিন্ট সংস্করণ

 

রতন মাহমুদ (পাংশা প্রতিনিধি): রাজবাড়ীর পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়ার আয়োজনে বেতন- ভাতা ও টিএ, ডিএ বৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশাতেও কর্মরত ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা বিভিন্ন দাবীতে ঘন্টাব্যাপী পাংশা শহরের মালেক প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

মানববন্ধনে বক্তরা বলেন, সরকার দেশের বৃহৎ কল্যানের স্বার্থে জালানি তেলের দাম বৃদ্ধি করেছেন, সেই সাথে নিত্য পন্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের পেশাগত দায়িত্ব পালনে মটর সাইকেল অপরিহায্য একটি বাহন, বিধায় প্রতিনিয়ত আমাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে গিয়েই জ্বালানী তেল কিনে বিশাল আর্থিক সংকটে পড়তে হচ্ছে।

তেল সহ নিত্য পন্যের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারনে আমরা বড় ধরনের বিপাকে পড়ছি। তাই আমরা নিরুপায় হয়ে বেতন-ভাতা টিএ,ডিএ বৃদ্ধির দাবীতে আজ রাস্তায় নেমেছি।

পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র সভাপতি মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সহ-সভাপতি রাসেল মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ’র সাধারণ সম্পাদক আবু নাছের খান সাবান, সহ-সভাপতি নাজমুল হুদা, যুগ্ন সাধারণ সম্পাদক, পলাশ ইকবাল, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাবেক নেতা মোঃ সোয়াদুর রহমান সোয়াদ প্রমুখ।

এ সময় পাংশা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’ র সকল কর্মকর্তা ও পাংশায় কর্মরত সকল কোম্পানীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by