খেলাধুলা

ওমান-আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

  প্রতিনিধি ২৯ জুন ২০২১ , ৫:২১:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অপারগতা প্রকাশ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর আসরের ভেন্যু হিসেবে যুক্ত হয় ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল সোমবার সন্ধ্যায় বিসিসিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি অবহিত করে।

আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়ে দিল, ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

ওমান ও আরব আমিরাতে হলেও মূল আয়োজকের মর্যাদায় থাকবে ভারত। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট গ্রাউন্ডে হবে এই মহাযজ্ঞ।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘নিরাপদে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়াতেই আমাদের অগ্রাধিকার। যদিও ভারতে এই ইভেন্ট আয়োজন করতে না পেরে আমরা হতাশ। ভক্তদের ক্রিকেটের চমৎকার উদযাপন নিশ্চিত করতে আমরা বিসিসিআই, আমিরাত ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।’

Powered by