খুলনা

পাইকগাছায় ব্লু স্টার ও ন্যাশনাল হ্যাচারীতে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ৫:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পাইকগাছায় বিভিন্ন হ্যাচারী তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও জব্দকৃত পোনা মাছ বিনষ্ট করা হয়েছে।

সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্লু স্টার হ্যাচারী এবং পৌরসভার শিববাটিস্থ ন্যাশনাল শ্রীম্প হ্যাচারী ও নার্সারি তে অভিমান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অভিমান কালে উক্ত হ্যাচারীতে অবৈধ ভাবে মৎস্য অধিদপ্তরের অনুমোদন না নেয়া, পিসিআর টেষ্ট না করা সহ ভারতীয় নেপালি এনে রেনু উৎপাদন করা সহ মৎস্য হ্যাচারি আইন ২০১০, ৮ ধারা/১৮(২) এর অপরাধে মোবাইল কোর্টে প্রত্যেককে ৬০হাজার টাকা করে মোট ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত ৩০ লক্ষাধিক রেনু পোনা বিনষ্ট করা হয়। এসময়ে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ পরিচালক শরৎ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটা ও পাইকগাছার  সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন ও মোঃ টিপু সুলতান, মেরিন ফিশারিজ অফিসার চঞ্চল মন্ডল, ক্ষেত্র রণধীর সরকার, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন সহ থানা পুলিশ ও আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by