খুলনা

পাইকগাছায় শেখ রাসেল স্মরণে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ৪:১০:৪০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় শেখ রাসেল স্মরণে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট

পাইকগাছায় শহীদ শেখ রাসেল স্মরণে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন বাঁকা ভবানীপুর দাশপাড়া যুব উন্নয়ন সংঘ। ফাইনালে তালা সৈকত ফুটবল একাডেমী ২ – ০ গোলে পাটকেলঘাটা রয়েল স্পোটিং ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ ও সাব্বির হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। সভাপতিত্ব করেন, বাঁকা ভবানীপুর দাশপাড়া যুব সংঘের সভাপতি নেপাল কুমার দাশ। উপস্থিত ছিলেন, মোমিনুল ইসলাম, বিমাল পাল, সংঘের সহ-সভাপতি লাল্টু দাশ, সেক্রেটারি তারক দাশ, উজ্জ্বল ও চিন্ময় দাশ, আনিস গাজী, আজিজুল ইসলাম, আহাদ আলী, হাকিম পাড়, রফিকুল ইসলাম, খালেদা, রিপন দাশ, আকাশ দাশ, রাজকুমার, আশুতোষ, নিত্যানন্দ, গোপাল, প্রশান্ত, স্বপন, যাদব, অসীম দাশ সহ বাঁকা ভবানীপুর পূজা উদযাপন ও সংঘের সদস্য। সেরা খেলোয়াড় তালার তেভেজ।

খেলা পরিচালনা করেন, রাজু আহমেদ, সহকারী উত্তম বাছাড় ও শেখ মিনার। ধারাভাষ্য দেন, আশরাফ হোসেন, অলিউর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by