রংপুর

আটোয়ারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ৬:০৪:২৯ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহ ২০২১ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুরে ফকিরগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান লাল সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয়ের মাধ্যমে গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) মো. কামরুজ্জামান, উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী ( তুহিন), জেলা পরিষদ সদস্য মাসুদ করিম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by