ক্রিকেট

‘পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেব’

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১ , ৬:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সোমবার ফেসবুক পোস্টে আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম জানিয়ে দেন— বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়ছেন আকরাম খান।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে বুধবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেব।

আকরাম খান বলেন, আসলে আমি আজ কথা বলতে চাইনি। আপনারা এখানে চলে এসেছেন, তাই কিছু বলতে হবে। পারিবারিকভাবে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু গত ৮ বছর ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছিলাম। আমাদের বোর্ড সভাপতি, যিনি আমার অভিভাবক, তার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। যত খারাপ বা ভালো সময় গিয়েছে সবসময় তিনি আমার সঙ্গে ছিলেন। উনার সঙ্গে আলাপ করে বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।

২০১৪ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হন আকরাম খান। তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Powered by