আইন-আদালত

‘পাপুলের কারাদণ্ডের রায়ের কপি স্পিকারের দফতরে’

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৪২:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতে চার বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের রায়ের কপি সরকার হাতে পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত ও দেশটির কারাগারে আটক সংসদ সদস্য পাপুলের ৬১ পৃষ্ঠার রায়ের কপি স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ‘উই’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

পাপুল এক মাসের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কুয়েতে সংসদ সদস্য হিসেবে নয় ব্যবসায়ী হিসেবে গিয়েছিলেন পাপুল।

পাপুলের সংসদ সদস্য পদ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by