রংপুর

ফুলবাড়ীতে ভিজিটি প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৮:০৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সোশ্যাল ডেভলমেন্ট অর্গানাইজেশন (আস্থা)র উদ্যোগে ভিজিডি প্রকল্প কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ১১শত হতো দরিদ্রদের মাঝে নতুন কার্ড তুলে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভলমেন্ট অর্গানাইজেশন (আস্থা)র নির্বাহী পরিচালক ফারজানা রহমান (শিমলা)।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. হাসিনা ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সোশ্যাল ডেভলমেন্ট অর্গানাইজেশন (আস্থা)র চেয়ারম্যান মোছা. নাহিদ পারভীন, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগ মানিক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by