ময়মনসিংহ

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপু‌রের বকশীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার সকাল ১১টা উপজেলা সরকারি গণ-গ্রন্থাগার হলরু‌মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান।

বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অহনা জিন্না‌ত এর সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপু‌রের পু‌লিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম,জামালপুর জেলা নির্বাচন অ‌ফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। অন্যদের মধ্যে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতাউর রাব্বী,বকশীগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ৪ জন মেয়র,২৭ জন সাধারণ ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বকশীগঞ্জ পৌরসভায় আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মোট ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৫১৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫০৯ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৮ জন।সেদিন ১২টি কেন্দ্রের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও খবর

Sponsered content

Powered by