চট্টগ্রাম

যানজট নিরসনে এক টেবিলে চসিক সিএমপি

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৪:২৬:২১ প্রিন্ট সংস্করণ

যানজট নিরসনে এক টেবিলে চসিক সিএমপি

চট্টগ্রাম নগরীতে যানজট নিরসনে একসাথে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম মেট্রাপলিট পুলিশ সিএমপি’র ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কমকর্তারা।

এসময় চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনা, পে-পার্কিং, ব্যাটারিচালিত রিকশা ও সড়কে অপরাধ নিরসন বিষয়ে আলোচনা করেন তারা। যেখানে উঠে আসে, বড় বড় মার্কেট, স্থাপনায় পর্যাপ্ত পার্কিংয়ের অভাব, সড়কে আলোকায়নের ঘাটতিসহ বেশ কয়েকটি বিষয়। বৈঠকে সিএমপি’র প্রস্তাবনা বাস্তবায়নে চসিক কাজ করবে বলে সিন্ধান্ত হয়।

রবিবার (১ অক্টোবর) চসিকের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র বলন, চট্টগ্রামের যানজট নিরসণে ট্রাফিক বিভাগ প্রস্তাবনা নিয়ে আসলে, সে প্রস্তাবনার আলোকে চট্টগ্রাম সিটি করপোরেশন একসাথে কাজ করলে চট্টগ্রামের যানজট কমানো সম্ভব। বর্তমানে পার্কিং সংকটের কারণে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থেকে শহরে যানজট বাড়াচ্ছে।

সিএমপি বলছে, ট্রাফিক বিভাগ দ্রুততম সময়ে একটি প্রস্তাবনা তৈরি করে চসিকের সাথে আলোচনায় বসবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডিসি ট্রাফিক দক্ষিণ এন এম নাসিরুদ্দিন, ডিসি ট্রাফিক উত্তর মোঃ জয়নুল আবেদীন, ডিসি ট্রাফিক (পশ্চিম) মোঃ তারেক আহমেদ, ডিসি ট্রাফিক বন্দর মোঃ মোস্তাফিজুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by