ময়মনসিংহ

বকশীগঞ্জে শিশু শিক্ষার্থীদের করোনা টিকাদান উদ্বোধন

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৬:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে স্কুলের শিশু শিক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাট্টাজোড় খামারিয়া পাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয় হলরুমে ৫ থেকে ১১ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিব হাসান, নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুনুর রশিদ সিদ্দিক,বাট্টাজোড় খামারিয়া পাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ রোকসানা প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by