রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৮:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ

করোনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে করোনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, কৃষি অফিসার আদনান বাবু প্রমুখ।

 

এরপূর্বে এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত উপজেলা ভূমি অফিস ভবন ও ৪৫ লাখ টাকা ব্যয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, প্রভাষক আব্দুল বারী উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by