ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৬:২৫:০২ প্রিন্ট সংস্করণ


গোপালগঞ্জ প্রতিনিধি :


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। শনিবার (৩রা জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর ম্যানেজমেন্ট উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডা. আবদুল্লাহ আল মামুন, সড়ক জোন গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারি প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল, সওজ ডিপ্রস-সভাপতি জনাব সৈয়দ মুন্তাসীর হাফিস, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আরও খবর

Sponsered content

Powered by