রাজশাহী

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে কেক ও ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ও খামারীরা বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে বিশেষ ও উন্নত জাতের বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি সহ ভেটেরিনারি প্রযুক্তি ও সামগ্রী ৩৯ টি স্টলে প্রদর্শন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by