চট্টগ্রাম

বাঁশখালী ভূমি অফিসে ৩ দালালকে জরিমানা

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৬:০২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে দালালী করতে আসা ৩ দালালকে আটক পূর্বক জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৫ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করে হাতেনাতে এসব দালালদের আটক করেন।

আটককৃত দালালরা হচ্ছেন উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের পুত্র মোঃ কমরুল আলম বাদশা (৫২), শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের আবু ছিদ্দিকের পুত্র বাহাদুর (৩৬), বৈলছড়ী ইউনিয়নের মৃত শফিউল কাদেরের পুত্র আমিনুল ইসলাম (৬৮)।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত দালালদের প্রত্যেককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাঁশখালী ভূমি অফিসকে দালাল মুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, এ পর্যন্ত তিনি বাঁশখালী ভূমি অফিসে দালালি করতে আসা ৬০জনের অধিক দালালকে জরিমানা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by