দেশজুড়ে

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ৪:৫৫:১৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুদকের যৌথ আয়োজনে ‘উন্নয়নের, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

 সভায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। শুধু সরকারি কর্মকর্তারাই যে দুর্নীতি করে তা নয়, বর্তমানে সব শ্রেণি-পেশার মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে।

উক্ত অনুষ্ষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন ।

আরও খবর

Sponsered content

Powered by