দেশজুড়ে

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ২৩টি মামলা

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৮:০২:৩৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ২৩টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সেই সাথে ২৩জনকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। মূখে মাক্স ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ১১টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বের হলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২৩টি মামলা করেছে। এসময়ে তাদের কাছ থেকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে। এর আগে গত ৪দিন সহ মোট ৫দিনে ৬১ টি ভ্রম্যমাণ আদালত ১৩৬ জনকে ১লাখ ৮৯ হাজার ৫শ টাকা জরিমানা ১৩১টি মামলা দায়ের করেছে

 

আরও খবর

Sponsered content

Powered by