চট্টগ্রাম

বান্দরবানে দশ হাজার ইয়াবা সহ আটক ২ জন

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ১:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :


বান্দরবানে দশ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে র‍্যাব-১৫ কক্সবাজার সিপিসি-৩ বান্দরবান ক্যাম্প।
২২শে মার্চ(বুধবার) জেলার সদর থানাধীন পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইস এর সামনে হতে দশ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
র‍্যাব -১৫ এর দেয়া এক প্রেস বার্তায় জানানো হয় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিসি-৩ বান্দরবান ক্যাম্প এর একটি আভিযানিক দল ২২শে মার্চ দুপুর ১২.৫০ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে  পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইস এর সামনে এক অভিযান পরিচালনা করে। অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে একটি মোটর সাইকেল  সহ দুইজন মাদক ব্যাবসায়িকে আটক করে।
এসময় তাদের তল্লাশ করে ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা,মাদক ব্যাবসায় ব্যাবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।  
আটককৃতরা হলেন মোঃ নজির হোসেন রিপন (৪৩), পিতা-সৈয়দ নূর, পৌরসভার ৯নং ওয়ার্ডে সিকদার পাড়ার বাসিন্দা,অপর জন কাইথাং খুমী (৬০), পিতা-আংটিলি খুমী,থানছি,৩৬৭নং তিন্দু মৌজার কোঅং পাড়ার বাসিন্দা।র‍্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বিকার করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যাবসায়ের সাথে তারা জড়িত।
এদিকে বান্দরবান সদর থানায় র‍্যাবের লিখিত এজহার দাখিলের পর তাদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস.এম শহীদুল ইসলাম।
       

আরও খবর

Sponsered content

Powered by