দেশজুড়ে

বান্দরবানে শেষ হলো মাসব্যাপী চীবর দানের আনুষ্ঠানিকতা

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ৫:৩২:২০ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে শেষ হলো মাসব্যাপী চীবর দানের আনুষ্ঠানিকতা

সংযমের দ্বীক্ষা নিয়ে ত্রৈমাসিক বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পর বৌদ্ধ ধর্মালম্বীরা কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত মাস ব্যাপী বিভিন্ন পাড়া বিহারে বিহারে কঠিন চিবরদান পলন করে থাকেন। 

কঠিন চীবরদান শেষে বিভিন্ন বিহারের বিহারাধক্ষ্য,বৌদ্ধ ভিক্ষুগণ বাদরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে সমবত হয়। 

মহা পীন্ডচারণ অনুষ্ঠানের মধ্যদিয় বৌদ্ধধর্মালম্বীদের পবিত্রতম প্রধান ধর্মীয় উৎসব শেষ হয় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ।

মহাপীন্ডচারণ অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাফা মহাবির, রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কেতু মহাথের, বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষরা সহ প্রায় তিনশ বৌদ্ধ ভিক্ষু অংশ গ্রহণ করন।

এসময় অনুষ্ঠান উপস্থিত থেকে পীন্ডদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি, পার্বত্য জলা পরিষদর চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাজপরিবারর সদস্যবর্গ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষরা।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তালনের মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানাৎসব।

আরও খবর

Sponsered content

Powered by