রংপুর

বায়ান্ন বাংলা গবেষণা সংস্থার আয়োজনে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২১ , ৬:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমএলএ ভাষাসৈনিক, জেলার কৃতী সন্তান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর দবিরুল ইসলামের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বায়ান্ন বাংলা গবেষণা সংস্থা ঢাকার আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বায়ান্ন বাংলা গবেষণা সংস্থা ঢাকার সভাপতি মনোয়ারা বেগম তামান্না, সাধারণ সম্পাদক রুবানা শারমিন, মরহুম দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জর্জিসুর রহমান ও ফয়েজ আহমেদ বিপুল প্রমুখ। পরে দবিরুল ইসলামের পড়াশুনা করা শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও পৌর শহরের কালিবাড়িস্থ সাধারণ পাঠাগার চত্বরে স্মৃতিস্তম্ভে বৃক্ষ রোপন করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by