রাজশাহী

বিশেষ ক্যাম্পেইন: দিনাজপুরে একদিনে টিকা নিয়েছে ১ লাখ ৪২ হাজার মানুষ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৭:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলায় একদিনে ১ লাখ ৪১ হাজার ৯৫২ জন মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ এই ভ্যাক্সিনেশন কর্মসূচী পালন করা হয়। এই বিশেষ ক্যাম্পেইনে টিকা নিতে জেলার ১৬৫ টি কেন্দ্রে ভীড় করেছে হাজারো মানুষ। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৭৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন দেয়ার কর্মসূচী গ্রহন করে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলায় মোট ১ লাখ ৪১ হাজার ৯৫২ জন মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।

এরমধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১২ হাজার ১শ জন, বিরল উপজেলায় ১৪ হাজার ৯৩০ জন, বোচাগঞ্জ উপজেলায় ৯ হাজার ৫৫ জন, কাহারোল উপজেলায় ৯ হাজার ১৪৩ জন, বীরগঞ্জে উপজেলায় ১৫ হাজার ৪০ জন, খানসামা উপজেলায় ৯ হাজার জন, চিরিরবন্দর উপজেলায় ১০ হাজার ৭৯০ জন, পার্বতীপুর উপজেলায় ১৫ হাজার ৫৬৪ জন, ফুলবাড়ী উপজেলায় ৫ হাজার ৪১৯ জন, নবাবগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৪৭৯ জন, হাকিমপুর উপজেলায় ৫ হাজার ৪১ জন, ঘোড়াঘাট উপজেলায় ৫ হাজার ৮০৯ জন, বিরামপুর উপজেলায় ১০ হাজার ৩০২ জন, দিনাজপুর পৌরসভায় ৪ হাজার ৯৬২ জন, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৮৭ জন এবং দিনাজপুর জেনারেল হাসপাতালে ৭৩১ জনকে কোভিড-১৯ টিকা দেয়া হয়।

দিনাজপুর জেলার ১৪টি স্থায়ী কেন্দ্র ছাড়াও জেলার ১০৩ টি ইউনিয়নের ১০৩টি কেন্দ্র এবং ৫টি পৌরসভার ৪৮টি কেন্দ্রে এসব টিকা দেয়া হয়।

এদিকে সকাল থেকেই দিনাজপুর জেলার বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে ছিলো টিকা গ্রহীতাদের উপচেপড়া ভীড়। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নেয়ার জন্য অপেক্ষা করে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় এর আগে ৩ লাখ ৮৩ হাজার ৭২৩ জন মানুষকে প্রথম ডোজের কোভিড-১৯ টিকার আওতায় আনা হয়েছে। এদের মধ্যে অক্সফোর্ড অ্যাসট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭২৮ জন এবং চীনের সিনোফার্মার টিকা নিয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯৯৫ জন। জেলায় দ্বিতীয় ডোজের টিকা সম্পন্ন করেছে ২ লাখ ৮৩ হাজার ৭১৬ জন। এদের মধ্যে অক্সফোর্ড অ্যাসট্রেজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ২ হাজার ৪২৪ জন এবং সিনোফার্মার দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৮১ হাজার ২৮৯ জন।

Powered by